বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম ভাইয়ের সমর্থক নেতৃবৃন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌং এবং ৪নং বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর। এছাড়াও উপস্থিত ছিলেন হাশেম, রাশেদ, মহিউদ্দিন, মোজাম্মেল, বজল, শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করবে। তাঁরা আরও বলেন, দেশের বর্তমান সঙ্কট থেকে উত্তরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহীদ জিয়া প্রজন্ম দল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান উদ্দিন।
সভায় নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।