চট্টগ্রামে অফিসে যাওয়ার পথে ডেপুটি ম্যানেজারের মোবাইল চুরি

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকা থেকে ৪ নম্বর গণপরিবহন বাসে যাত্রাকালে সাইদুজ জামান নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজারের মোবাইল ফোন চুরি হয়েছে।

সাইদুজ জামান এসজিএস বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অফিসে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে ৪ নম্বর বাসে উঠেন। বাস চলাকালীন সময় তিনি লক্ষ্য করেন যে, তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।

চুরির বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

চুরি যাওয়া মোবাইল ফোনের ব্র্যান্ড, মডেল এবং সিম নম্বরসহ অন্যান্য তথ্য পুলিশকে সরবরাহ করা হয়েছে। ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।